• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মার্চেই দেওলিয়া হয়েছিল বার্সেলোনা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৮:৩১ পিএম
মার্চেই দেওলিয়া হয়েছিল বার্সেলোনা 

আর্থিক কারণে নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে ধরে রাখতে পারেনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চলতি মৌসুমে খেলোয়াড়দের বেতন দিতেই হিমশিম খাচ্ছে কাতালানরা। তাইতো খেলোয়াড়দের অনেককে পাঠিয়ে দিয়েছেন লোনে অথবা বিক্রি করে দিয়েছেন। বর্তমানে ধারদেনা করে চলছে তারা। তাদের এ অবস্থা অনেক আগে থেকেই এমনকি গত মার্সেই নাকি দেওলিয়া হয়েছে তারা এমনটাই জানি🐭য়েছেন বার্সার সিইও ফার্ন রিভার্টার। 

বার্সার সিইও ফার্ন রিভার্টার আবারও দাবি করেছেন, "ক্লাব মার্চ মাসের মধ্যেই দেউলিয়া হয়ে গিয়েছে। মার্চ মাসে যখন প্রেসিডেন্ট জুয়ান লাপোর্🐟তা দায়িত্ব নেন, তখন ক্লাবটি দেউলিয়া হয়ে গিয়েছিল। আর এটি পাবলিক লিমিটেড কোম্পানি হলে, অনেক আগেই উঠে যেত।"

বার্সেলোনার আর্থিক সঙ্কটের বিষয়টি সামনে আসে আগস্ট মাসে। তখন লিওনেল মেꩲসিকে দলে নিতে গিয়ে সমস্যায় পড়ে তারা। শেষ পর্যন্ত অবশ্য মেসিকে ছেড়েই দিতে হয় তাদের। ফ্রান্সের ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। নিজেদের আর্থিক দুর্দশার কথা স্বীকার করে নেন বার্সা কর্তারা।

রিভার্টের দাবি, ‘ক্লাব যদি পাবলিক লিমিটেড হত, তবে অনেক আগেই উঠে যেত। মার্চ ২০২১-এ যা পরিস্থিতি ছিল, তাহলে আমাদের টেকনিক্যালি দেউলিয়া বলা যেতেই পারত। ক্লাব বলেই হয়তো আবার টাকা পেয়েছি। না হলে এমন অব💧স্থা হয়েছিল, ব্যাংকে একটাও টাকা ছিল না। প্লেয়ারদের বেতন দেওয়ার টাকাটাও ছিল না।’

এই পরিস্থিতি সামলাতে ৯০ দিনের জন্য স্বল্প মেয়াদের ধার নিয়েছিলেন ক্লাবের কর্তারা। প্রায় ৮০ মিলিনয় ইউরো ধার নিয়েছিল ক্লাব। 
বার্সেলোনা জানিয়েছিল, গত মৌসুমে তাদের ক্ষতির পরিম🔜াণ ছিল ৪৮১ মিলিয়ন ইউরো

Link copied!